Sunday, April 17, 2016

Samsung Galaxy s7 Edge Review in Bangla




সম্প্রতি স্যামসাং বাজারে এনেছে তাদের ফ্লাগশীপ মোবাইল ফোন Samsung Galaxy s7 Edge. বেশী বাজেটের এই ফোনের খুটিনাটি নিয়ে আজ এসেছি আপনাদের সামনে।


প্রথমেই দেখে নেয়া যাক এর ভাল দিক। 

  • যেকোন কন্ডিশনে ক্যামেরার বেষ্ট পারফর্মেন্স
  • সার্প এবং ভাইবারেন্ট ডিস্প্লে
  • স্টানিং ডিজাইন



খারাপ দিকঃ 

  • সামান্য টাচ প্রবলেম যা আপনার ইউজার ইন্টারফেসকে তেমন সমস্যায় ফেলবে না
  • স্ক্রিন মাত্রাতরিক্ত প্রতিফলিত হতে পারে। 
কি-ফিচারঃ
  •  ৫.৫" ইঞ্চি Quad HD ডিস্প্লে 
  • ৪ জিবি র‍্যাম 
  • ১২ মেগা পিক্সেল অটোফোকাস ক্যামেরা 
  • Always On display
  • দ্রত এবং তারাবিহীন চার্জিং
  • ৩৬০০ mAh ব্যাটারি 
  • মাইক্রো এসডি কার্ড সুবিধা 


    মেটাল বডি এবং গ্লাসি হওয়াতে সেটটি দেখতে অনেক প্রিমিয়াম এবং কার্ভড ডিস্প্লে দিবে আপনাকে এক নতুন অভিজ্ঞতা। যদিও স্যামসাং তাদের ডিজাইন নিয়ে কোন পরীক্ষা নিরীক্ষা করে না এবং S7 এর আগপর্যন্ত তাদের কোণ সেটেই ডিজাইনের তেমন পার্থক্য চোখে পরে না সেক্ষেত্রে এর কার্ভড ডিস্প্লে স্যামসাং প্রেমীদের মনে যে নতুন প্রেমের হাওয়া দিবে তা বলাই বাহুল্য। সেটটিতে দেয়া আছে গ্লাস ফিনিস যা সেটটিকে আরো চকচকে করে তুলেছে। ওভারওল s7 গর্জিয়াস এবং স্টাইলিশ। স্যামসাং এর আগের যে কোণ ফোনের তুলনায় ইহা চমৎকার।


ফোনটির বাম পাশে রয়েছে ভলিউম বাটন এবং ডান পাশে রয়েছে লক বাটন। উপরের দিকে রয়েছে একটি সিম স্লট এবং নিচের দিকে যথারীতি হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন , মাইক্রো ইউএসবি পোর্ট চার্জিং এর জন্য এবং হতাশাজনক স্পীকার । ফোনটির সামনে রয়েছে প্রক্সিমিটি ও লাইট সেন্সর এবং ৫ মেগা পিক্সেল ক্যামেরা যার সাহায্যে আপনি ১০৮০পি রেজুলেশনে এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন এবং হোম বাটন। পিছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী ফ্লাশ লাইট যার সাহাযে রাতেও ভাল মানের ছবি তোলা সম্ভব। এছাড়াও রয়েছে হার্ট রেট মনিটর এবং যথারীতি স্যামসাং এর লোগো। কর্নিং গরিলা গ্লাস দিবে আপনার ফোনের সর্বোচ্চ সুরক্ষা এবং IP68 প্রযুক্তি পানি থেকে আপনার ফোনকে দিবে সর্বোচ্চ সুরক্ষা।


৪জিবি র‍্যামের সাহায্যে আপনি পাবেন দ্রুতগতির ইন্টারফেস এবং কাজ করার সুবিধা। আর ৩২ এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা আপনাকে দিবে পছন্দের সব গান ভিডিও সংরক্ষনের অবাধ স্বাধীনতা। যদি মনে করেন এও আপনার জন্য পর্যাপ্ত না তার জন্য স্যামসাং আপনাকে দিচ্ছে মাইক্রোএসডি কার্ড সুবিধা ২০০জিবি পর্যন্ত যেন আপনি মনের মতো রাখতে পারেন আপনার দরকারি ডকুমেন্টস।

ফোনটিতে রয়েছে ৫.৫" ইঞ্চি সুপার এমোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন যার পিক্সেল হচ্ছে ১১৪০*২৫৬০। ফোনটি চলার জন্য রয়েছে শক্তিশালী Exynos 8890 Octa Quad-core 2.3 GHz Cortex-A53 + quad-core 1.6 GHz Cortex-A53 Processor ।  গেমিং সুবিধার জন্য রয়েছে Mali-T880 MP12 GPU । এবং এই কনফিগারেশনে Android 6.0 (Marshmallow)  অপারেটিং সিস্টেম আপনাকে দিবে সুপার স্মুথ পারফর্মেন্স।


এছাড়াও ফোনটিতে আছে 
Non-removable Li-Ion 3600 mAh battery, Fingerprint, accelerometer, gyro, proximity, compass, barometer, heart rate, SpO2 । 

১৫৭ গ্রামের এই ফোণটিতে রয়েছে ব্লুটুথ , ইউএসবি, OTA, OTG, hifiHotsopt সুবিধা।

ওভারওল ফোনটির পার্ফরমেন্স ভাল এবং একটি ইউজার ফ্রেন্ডলি সেট। আজকের বাজারে সেটটির দাম ৭৯৯৯০ টাকা যা একটু বেশী হলেও গ্রাহকের মনের মত হবে আশা করি।


*****ভাল থাকবেন এবং আরো নিত্যনতুন মোবাইল স্বমন্ধে জানার জন্য আমাদের সাথেই থাকবেন*****



No comments:

Post a Comment