Sunday, April 17, 2016

Samsung Galaxy J3 (2016) Review in Bangla



সম্প্রতি স্যামসাং বাজারে এনেছে মিডরেঞ্জ লেভেলের সেট Samsung Galaxy J3(2016) যা পুর্বের J3 এর আপডেট ভার্সন। চলুন দেখে নেয়া যাক ফোণটির বিস্তারিত।


দামঃ               ১৪৯০০

ক্যামেরাঃ         ৮ মেগাপিক্সেল পিছনে এবং ৫ মেগাপিক্সেল সামনে যার সাহায্যে ১০৮০পি ভিডিও রেকর্ড করা যায়।

নেটওয়ার্কঃ      ফোণটিতে আছে ৪জি এবং ৩জি সুবিধা সাথে Wifi , Wifi Hotspot, GPRS, EDGE,
                      ব্লুটুথ ৪.০ , USB2.0 , OTG, HTML5

মেমরিঃ           ১.৫ জিবি র‍্যামের সাথে ৮ এবং ১৬ জিবি ইন্টারনাল মেমরির দুই প্রকার সেট পাওয়া যাচ্ছে। 
                     এছাড়া আছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা ১২৮ জিবি পর্যন্ত। 

ওজনঃ            ১৩৮ গ্রাম , ৭.৯মিমি 

ডিস্প্লেঃ           ৫ ইঞ্চি IPS super Amoled Capacitive Full multitouch (720*1280)

অন্যান্যঃ         ডুয়াল সিম ডুয়াল স্টান্ডবাই, এন্ড্রোয়েড ৫.১.১ ললিপপ, কোয়াডকোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, জিপিউ                      মালি-৪০০, রিমুভেবল ২৬০০ mAh ব্যাটারী, Accelerometer, proximity sensor, GPS,                A-GPS। 

স্যামসাং J3 পূর্বে বাজারে তেমন একটা আলোড়ন তৈরী করতে না পারলেও এই সেটের মাধ্যমে মিডরেঞ্জ মোবাইলের বাজারে কিছুটা হলেও প্রতিদ্বন্দিতা করতে পারবে। এই বাজেটে বাজারে ASUS, Xiomi, Huawei বা দেশীয় Symphony এবং Walton এর অনেক ভাল সেট পাওয়া যায়। সেক্ষেত্রে স্যামসাং বাজারে কতটা সফল হবে তা সময়ই বলে দেবে।

ফোণটির সবচেয়ে ভাল দিক হচ্ছে এর ক্যামেরা। কিন্তু দাম অনুযায়ী আমাদের তেমন ভাল মনে হয়নি। এছাড়া এর লাইট সেন্সর না থাকায় ইউজার কে ম্যানুয়ালি ব্রাইটনেস কন্ট্রোল করতে হবে যা বেশ ঝামেলার। কিন্তু বাইরের আলোতে চালানোর জন্য এতো আছে আউটডোর মুড। সেটটির গেমং পারফর্মেন্স ভাল। স্টান্ডবাই ৩৪৯ ঘন্টা দেয়া থাকলেও মোটামুটি ব্যবহারে একদিনের বেশী চার্জ থাকবে না। সেটটির ইউজার ইন্টারফেস আগের সমস্ত স্যামসাং এর মতই। কোন বিশেষ পার্থক্য পাওয়া যায়নি। OTG ব্যাবহার সন্তোষজনক। IPS ডিস্প্লে থাকার দরুন আপনি যেকোণ এঙ্গেল থেকে দেখতে পারবেন। তবে সেটটি খুব তাড়াতারি গরম হয় যা খুবই হতাশাজনক।

ফোনটির ওভারওল পারফর্মেন্স  মোটামুটি মানের। তাই আমরা বলতে পারি অন্তত বাংলাদেশের মার্কেটে এর হিট হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। সেটটিকে আমরা দিচ্ছি ২/১০।


                                               *আমাদের সাথেই থাকুন*ধন্যবাদ*




No comments:

Post a Comment