Monday, March 28, 2016

Symphony V85 Hands On Review and Price in Bangladesh.




এই বছরের জানুয়ারি মাসে দেশীয় মোবাইল সংস্থা Symphony বাজারে নিয়ে এসেছিল তাদের Low Budget SmartPhone Symphony v85 যার বাজার মুল্য ৬৪৯০ টাকা। এই বাজেটের বাজারের তখনকার সময় ভাল কাটালেও সম্প্রতি বাজারে আসা Walton এর কিছু মোবাইলের এর সাথে এর প্রতিদ্বন্দিতা একে খানিকটা পিছিয়ে দিলেও টিভি বিজ্ঞাপনের মাধ্যমে তরুন প্রজন্মের নজর কাড়তে সক্ষম হয়েছে। তাই তার উঠতি জনপ্রিয়তা আর আসলেই ফোনটি ভাল কিনা তা নিয়ে বিস্তারিত নিয়ে আজ আপনাদের সামনে হাজির হচ্ছি। 


প্রথমেই আসি এর ডিজাইনে। এর ডিজাইন ততটাও ভাল না যতটা আশা করা যায়। কারন একই ডিজাইনের প্রায় ৩ টা মোবাইল Symphony এর আগেই বাজারে নিয়ে এসেছিল। যার মধ্যে w68 জনপ্রিয়তার শীর্ষে ছিল। শুধু তিনটি Capacitive button ছাড়া এর ডিজাইনে নতুন কিছুই নেই। 

এর সামনের দিকটাতে রয়েছে Front Camera আর সেন্সর। এবং একটি Notification light । যা একটি প্লাস পয়েন্ট এই মোবাইলের জন্য। যথারীতি Capacitive button গুলো আলো জ্বলে না। তাই নতুন ব্যবহারকারীদের জন্য একটু সমস্যা করবে। তবে ব্যাবহারের সাথে ঠিক হয়ে যাবে। এর পিছনের দিকে রয়েছে Rear Camera with LED flash light আর তার ঠিক পাশেই আছে Loud Speaker. বাম দিক পুরোপুরি খালি রাখা হয়েছে আর ডানদিকে রয়েছে Power button আর Volume Rocker. উপরে আছে Headphone Jack আর USB 2.0 । নিচের দিক টায় আছে মাইক্রোফোন। তো ডিজাইনে কোন নতুনত্ব নেই। ৩০০০mAh ব্যাটারি হবার কারনে ফোনটা একটু ভারি এবং মোটা। ডিজাইনে আমরা দিচ্ছি ২/১০.  

এবার আসি Display এবং Camera নিয়ে। এর রয়েছে ৪.৭" IPS QHD Display যার Contrast দাম অনুযায়ী Decent নয়। 8MP Rear camera দিনের বেলায় ভাল ছবি দিলেও অল্প আলোতে তেমন ভাল ছবি তুলতে সক্ষম নয়। এবং ক্যামেরার Sharpness ও ততটা ভাল নয়। এবং Fornt Camera 5 MP হওয়া সত্ত্বেও এর ক্যামেরা যথেষ্ট Noisy. এমনকি আলোতেও এর সামনের ক্যামেরার Noisy ভাব দূর হয়না। সেলফি লাভার দের জন্য এটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে থাকবে। তো ডিস্প্লে এবং ক্যামেরায় আমরা দিচ্ছি 4/10. 

1.3GHz Quad Core Processor এবং 1GB RAM থাকার স্বত্তেও সেটটি যথেষ্ট Laggy . Android Lollipop 5.0 দেয়া হয়েছে এতে যা আপনাকে গুগুলের স্টক এন্ড্রয়েড এর অভিজ্ঞতা দেবে। ভারি কোন গেমস খেললে তা মোটামুটি ভালই চলে যার কারন এর GPU 400 MP-2. 



আমাদের কাছে থাকাকালিন সময়ে সেটটির ব্যাটারী ব্যাকআপ ভালই ছিল। তবে স্টান্ডবাই সময় এর ব্যাটারী ড্রেইন আমাদের ভাবিয়ে তুলছে। ৩০০০ mAh এর যোগ্য ব্যবহার আপনি করতে পারবেন না। Standby time এ ব্যাটারী ড্রেনেজ ১০% যা আসলেই চিন্তার বিষয়। এর প্রয়োজনীয় সেন্সর ভালই কাজ করে। বিল্ট-ইন কিছু এপ্লিকেশন দেয়া আছে যেমন Opera mini, Youtube, Facebook যা ইউজার দের কিছুটা হলেও সাহায্য করবে।
ফোনটিতে রয়েছে 3g কানেক্টিভিটি যা আপনাকে ভালই সার্ভিস দেয়। সেলুলার কল কোয়ালিটি ভাল ছিল। এছারা বাকি ফিচার'স তো আছেই যা সাধারনত সকল সেটেই থাকে। সেটটির বিশেষত্বই হচ্ছে এর ব্যাটারী। এছাড়া নতুন কিছুই খুজে পাওয়া যায় নি যা বলা যায় আপ টু মার্ক। কিন্তু যারা একটু হলেও ব্যাটারী ব্যাকআপ ভাল চান তাদের জন্য এই বাজেটে এটাই ভাল হবে। সেরা হবে না কারন এর চেয়ে ২০০ টাকা কমে Walton আপনাকে আপডেট OS দিচ্ছে। 

সবমিলিয়ে এটা নতুন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি ফোন যা বাজারে ভালই সাড়া দিবে আশা করি। কিন্তু একটু হার্ডকোর ইউজার বা এডভান্স ইউজার দের জন্য এটা মোটেও সুখকর না। 


রেটিংঃ ৩.৫/১০ 

No comments:

Post a Comment